শব্দব্রাউজ ৫৬৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-565, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৬৫
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৬। ৮। ২২। সকাল সাতটা পনেরো মিনিট ।
শব্দসূত্র: হরিহর আত্মা
উত্তাল জীবনে হরিহর আত্মার
দেখা আজকের দিনে নাস্তি ।
যে যার মতো সম্রাট হয়ে
বসে থাকে অলৌকিক সাম্রাজ্যে ।
বিষাক্ত সময়ে শূন্যতার ভেতরে
নিজেকে তখন দাস মনে হয় ।
আত্মাকে যেমন চালাও তেমনি কি চলে?
শরীরের সঙ্গে সঙ্গে আত্মা জ্বললেও
সে সহানুভূতি পায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন