শব্দব্রাউজ ৫৬২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-562, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৬২
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৩। ৮। ২২। সকাল আটটা পাঁচ মিনিট ।
শব্দসূত্র: চেয়েছি প্রেরণা ভালোবাসা
১। চেয়েছি ভালো থাকার স্বাদ গন্ধ
চেয়েছি নির্মল শুদ্ধ সময় ।
২। প্রেরণা দেয় এগোনোর পথনির্দেশ
প্রেরণা দেয় স্নিগ্ধ অনুপ্রেরণা ।
৩। ভালোবাসা কেন যে হিসেবের বাইরে?
ভালোবাসা আদিম সত্য ছুঁতে চায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন