শব্দব্রাউজ ৫৬০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-560, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৬০
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১০। ৮। ২২। সময় সকাল সাতটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র: মনে বনে কোণে
১। মন ছাড়া শরীর
শরীর ছাড়া মন
ভাবনার বাইরে ।
২। বনের স্তব্ধতার সামনে
দাঁড়িয়ে প্রাণনা খুঁজি ।
মুহূর্তগুলো জমে থাকে বুকে ।
৩। বুকের কোণে বেহিসেবি অঙ্গ
মনের কোণে অসম্পৃক্ত যাপন
কখন যে শান্ত হয়ে যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন