শব্দব্রাউজ ৫৫৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-557, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৫৭
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৭।৮। ২০২২। সকাল নয়টা ।
শব্দসূত্র: মাখব ব্রজের রাঙা ধুলি
১। মাখব এ জীবনে
নীরবতা অনবরত
মনে ।
২। ব্রজের গোপাল ঘরে ঘরে
দোল খায়
আপন সত্ত্বায় ।
৩। রাঙা মন চেয়ে থাকে
নারীচোখে
স্বপ্নেও সে চোখ ভাসে ।
৪। ধূলি ধূসর সময়
আজন্ম
ভাবলে দমবন্ধ লাগে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন