শব্দব্রাউজ ৫৫৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-556, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৫৬
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৬। ৮। ২২। সকাল সাতটা পনেরো মিনিট ।
শব্দসূত্র: দিন গেল সন্ধ্যে হল
দিন শেষের বাজনা আপনি বেজে যায় । তুচ্ছ জীবন এভাবে রাত্রির দিকে এগোয় ।
গেল গেল বলতে বলতে চলে গেলে দুঃখ ঘরের কোণে জমা হয়ে যায় ।
সন্ধ্যের পর মৃত্যুগন্ধ শরীরের সামনে ঘোরে । হাত ভরতি আলিঙ্গন মৃত্যুকে কখন যে গ্রাস করে ।
মৃত্যুদিন পার হলে স্মৃতি থাকে । কখনো কখনো অবদমন থেকে উঠে আসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন