শব্দব্রাউজ ৫৫৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-555, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৫৫
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৫।৮।২২। সকাল সাতটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র: হৈ চৈ হল্লা
হৈ চৈ ছাড়া পোষায় না
নির্ভুল পিকনিক ,
উন্মাদনারও বড্ড প্রয়োজন ।
হল্লার ভেতর থেকে গড়ে ওঠে
প্রতিবাদ নয়তো বিশৃঙ্খলা ,
স্বাদে বুঝে নিতে হয় ।
হৈ চৈ হল্লা চলবেই
তবু
নিঃসঙ্গতার সঙ্গে প্রেম হয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন