শনিবার, ৬ আগস্ট, ২০২২

শব্দব্রাউজ ৫৫৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-554, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫৫৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-554, Nilanjan Kumar




শব্দব্রাউজ- ৫৫৪

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৪। ৮। ২২। সকাল সাতটা চল্লিশ মিনিট ।



শব্দসূত্র: ভালোবাসি বলে ভালোবাসি বলি না



ভালোবাসি বলতে গেলে

থমকে যাই

সে কি লজ্জা না অন্য কিছু ।



বলাবলির ভেতর থেকে

বোঝা যায় না

সত্যি না মিথ্যে

বড় বেশি জরিপ করতে হয় ।



ভালোবাসার চোখ অন্যরকম

তাকে

যে কেউ দেখে বুঝতে পারে ।



বলি না শব্দে, কিন্তু তৃষ্ণা

ছুটিয়ে মারে

দিন রাত তুমি তুমি করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...