মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

একটি নিষিদ্ধ কবিতা ।। চিরঞ্জীব হালদার।। Chiranjib Halder

একটি নিষিদ্ধ কবিতা

চিরঞ্জীব হালদার



ক্যানসার আক্রান্ত ধর্মপত্নীর জন্য যে লোকটা

প্রকাশ্য রাজপথে দয়া দাবী করে তার নাম পনেরোই আগষ্ট

যে খঞ্জ নাবালিকা খালি পায়ে বাড়ি বাড়ি সংবাদ পত্রে ফিরি  করে তার নাম শহীদ দিবস


অরুণাচলের বর্ডার থেকে পনেরো দিন পর যে আর ফিরে আসেনি পনেরোই আগষ্টে বিদেশী বন্দুকে

 গানস্যালুটের ব্যবস্থা করেছে রাষ্ট্র


বস্ত্র বিতরণ সভায় আসার আগে সব সংবাদ মাধ্যম

হুমড়ি খেয়ে বাইট নিচ্ছে পঞ্চায়েত মুখিয়ার বউয়ের

তার বিউটি পার্লারে আজ শাহারুখ উদিত হবেন


বাউরী পাড়ার রেশন দোকান আজ কতদিন বন্ধ

কেহ জানেনা

শোনা যাচ্ছে বিধায়কবাবু বাউরীদের বেদখল পুকুরে

ছিপ ফেলতে আসবেন পনেরোই আগষ্টে


আমি উপোষ জমিয়ে তিরঙ্গা কিনেছি

পাঠক বলে দিন কাকে দিয়ে উত্তোলন করাবো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...