একটি নিষিদ্ধ কবিতা
চিরঞ্জীব হালদার
ক্যানসার আক্রান্ত ধর্মপত্নীর জন্য যে লোকটা
প্রকাশ্য রাজপথে দয়া দাবী করে তার নাম পনেরোই আগষ্ট
যে খঞ্জ নাবালিকা খালি পায়ে বাড়ি বাড়ি সংবাদ পত্রে ফিরি করে তার নাম শহীদ দিবস
অরুণাচলের বর্ডার থেকে পনেরো দিন পর যে আর ফিরে আসেনি পনেরোই আগষ্টে বিদেশী বন্দুকে
গানস্যালুটের ব্যবস্থা করেছে রাষ্ট্র
বস্ত্র বিতরণ সভায় আসার আগে সব সংবাদ মাধ্যম
হুমড়ি খেয়ে বাইট নিচ্ছে পঞ্চায়েত মুখিয়ার বউয়ের
তার বিউটি পার্লারে আজ শাহারুখ উদিত হবেন
বাউরী পাড়ার রেশন দোকান আজ কতদিন বন্ধ
কেহ জানেনা
শোনা যাচ্ছে বিধায়কবাবু বাউরীদের বেদখল পুকুরে
ছিপ ফেলতে আসবেন পনেরোই আগষ্টে
আমি উপোষ জমিয়ে তিরঙ্গা কিনেছি
পাঠক বলে দিন কাকে দিয়ে উত্তোলন করাবো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন