চিরঞ্জীব হালদার ।। কবিতা
টিপ
টিপ
টিপ বিক্রি করা ফেরিওয়ালা জানে না
ক্রেতা আর ব্যবহারকারীর ভেতর একাকী কোন
জেব্রা ক্রসিং আছে কিনা
জানে না দিনের সাদা দাগেরা নিরুদ্দিষ্ট রাতের তল্পী বাহক কিনা
টিপ পরার আগে আর ঠেবড়ে য়াওয়া পর
কারা তার জন্য ঠিকানাহীন তরমুজ এর খোঁজ রাখে
আমাদের বিষিয়ে ওঠা যন্ত্রণা গুলোর পক্ষে
কোন টিপ কতটা সফল প্রক্সিবাজ
মিলন চাহুনি ছাড়া তাহারা এক একজন আমায়িক ইতিহাস
টিপের আজ্ঞাবাহক দ্যুতির কাছে মেধার জ্যামিতিক ইচ্ছে গুলো প্রায়শঃ নৈঋত নক্ষত্র
কে যেন সেই ফিরিওয়ালার সন্ধানে সোস্যাল সাইটে
অকথ্য চমৎকার এক না লেখা কবিতা
বাবু টিপ কিনবেন টিপ
যে কখনো মিথ্য সাক্ষ্য দেয়না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন