শব্দব্রাউজ ৫৪৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-548, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৪৮
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৯। ৭। ২০২২। সকাল সাতটা ।
শব্দসূত্র: হিসেবী দিনক্ষণ
সকাল সকাল হিসেবী মানসিকতা নিয়ে থাকা মানেই সারা দিনের জলান্ঞ্জলি । লাফিং ক্লাবে জোরদার হা হা করেও তাকে দূর করা সম্ভব নয় । সুতরাং নিজেকে সাজাই আনন্দ দিয়ে । তাতেই শান্তি ।
কত দিনক্ষণ পেরিয়ে এসেও হিসেব করার মতো জড়িয়ে । ভোর হতেই দরদাম শুরু করি দোকানে নয়তো নিজের সঙ্গে ।এই সত্য তোমার আমার সঙ্গে । এই সত্য তোমার আমার সবার । হা হা ...
সুন্দর
উত্তরমুছুন