শব্দব্রাউজ ৫৪৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-546, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৪৬
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৭। ৭। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: দিব্যি দিয়ে বলছি
দিব্যি দিলে তার মান্যতা নিয়ে প্রশ্ন ওঠে না । গৃহস্থীদের দিব্যিতে বেশ ভয় । তারা দয়ামায়া দিয়ে সেই দিব্যিকে দিব্বি পুষে রাখে ।
দিব্যি দিয়ে নিজেকেও শুদ্ধ প্রমাণ করা যায় । এই সমাজে । ' কসম সে 'বলে ভালোবাসা জাহির করলে প্রেমিকা গদগদ ।
শব্দব্রহ্ম মানেই কি শুধু বলে চলা! দিব্যি, কসম, বিচার কক্ষে গীতায় হাত হরেক মিথ্যেকে কাছে টানে ।
কারচুপি কোথা থেকে স্বাভাবিকভাবে মানুষ শিখে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন