বুধবার, ২৭ জুলাই, ২০২২

শব্দব্রাউজ ৫৪৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-544, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫৪৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-544, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ৫৪৪

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫। ৭। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ ।



শব্দসূত্র: বাতাসে নড়ে পূর্ণ পাপ


জানি বৈভব আমার সয় না। জানি একদিন পাপের ঘড়া বাতাসে নড়বেই । মিডিয়ার হুল্লোড় শুরু হবে ।

আমার শব্দ নিয়ে বসবাস, প্রেম, বিলাস আর নির্জনতাই ভালো ।

নড়বেই পাপের ঘড়া । আসবে বিষ দিন । পাপের পূর্ণতা নিয়ে দিন কাটলেও, মানুষের মনে ক্ষণস্থায়ী ।

শুদ্ধি যাদের হয় না তারা ঘর ভর্তি করে রাখে পাপ ।তারা হাওয়ায় উড়তে চায় । তবু বন্দি হতে হয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...