বুধবার, ২০ জুলাই, ২০২২

শব্দব্রাউজ ৫৩৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-537, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫৩৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-537, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৫৩৭

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৮। ৭। ২০২২। সময় সকাল ন ' টা ।

শব্দসূত্র: অনেক আলোর দেখা পেলাম

যখন তোমার কাছে এলাম, তখন অনেক আলোর সামনে । বুকে বাজে মৌননূপুর । তন্ত্রীতে প্রেমটান । যখন তোমার কাছে, তখন সব অন্ধকার চোখ সয়ে তোমার মুখ দেখি । দ্বন্দ্বের সামনে দাঁড়াতে ইচ্ছে করে না।

তোমার মুখে সব আলো ছলকায় । যেন ছলকে পড়ে কলকে ফুলের মধু ।

দেখাদেখি হলেই কি চখাচখির প্রেম ? এ সত্য নয় । দুঃখ ভোলানোর মন্ত্র কি সব চোখ জানে ।

যখন তোমার কাছে এলাম , পেলাম অরণ্য ঘুরে আসার বণ্য আনন্দ । প্রকৃতি তোমার অর্গাজম জাগায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...