শব্দব্রাউজ ৫৩৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-534, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৩৪
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৫। ৭। ২২। সকাল আটটা ।
শব্দসূত্র: কোন আলো এ চোখে
১। কোন শব্দের আকর্ষণে
শব্দযাপন,
গভীরে যেতে যেতে
ওঁকারে ।
২। শব্দ আলো হয়ে এলে
অসীম দেখি ।
৩। এ জীবন শব্দ চায়
রক্তকণায় ।
৪। চোখ থেকে অনেক কিছু
মোছে ,
মোছা যায় না প্রিয়তা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন