শব্দব্রাউজ ৫৩২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-532, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৩২
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১১। ৭। ২২। সকাল সাড়ে সাতটা।
শব্দসূত্র: সুখ দিন আপেক্ষিক
সুখ, পাখির মতো উড়ে ঘুরে বেড়ায় । সে বড় স্বাধীন । তার চোখে উজ্জ্বলতা । মনে আকুতি ।
দিন শেষে রাতেও সুখ এভাবেই । সাদা প্যাঁচার মতো সে নিশাচর ।
আপেক্ষিকতা রয়ে যায় দীর্ঘ অস্তিত্বে । তাই নিয়ে রোমন্থন করি । দুঃখ দিন ভুলি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন