শব্দব্রাউজ ৫৩১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-531, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৩১
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১২। ৭। ২০২২। সকাল সাড়ে সাতটা।
শব্দসূত্র: অদ্ভুত সময় এখন
অদ্ভুত মানুষ অদ্ভুত মন আর অদ্ভুত সময় মিলে মিশে এক হলে সে একাকীত্বের সঙ্গে প্রেম করে । তাতে বহু লাভ । নিজেকে মিশিয়ে দেওয়া যায় মাটির সঙ্গে , বাতাসের সঙ্গে ।
সময় যখন প্রতিবাদহীন তখন বাস্তব বিপর্যস্ত হবে । গোঁজামিল জীবন তাই অভ্যাসে । ভাঙা রাস্তায় হোঁচট খেতে খেতে যাওয়ার মতো সময় ছুঁয়ে থাকি । শ্মশানের শান্তি পেয়ে বসে ।
এখন প্রতিবাদী মানেই একা । এখন সবাই সব বুঝলেও শুধু দিন কেটে যাওয়ার অপেক্ষায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন