বুধবার, ১৩ জুলাই, ২০২২

শব্দব্রাউজ ৫৩০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-530, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫৩০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-530, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৫৩০

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১১। ৭। ২২। সকাল সাড়ে সাতটা।


শব্দসূত্র: কবিতার মানুষের জন্য




কবিতা সঙ্গে যে মানুষ আজীবন কাটায় তার সঙ্গে সহবাস জন্ম জন্মান্তর থাক । কবিতার সঙ্গে খাওয়া, ঘুম, স্বপ্ন সব করতে করতে চলেছে যে কবিতাযাপন, সে সত্য কোন মানুষের হাতে তুলে দেব? 



কবিতার মানুষ বড় কম । কবিতার মানুষ রূপ যশ জয়ের বাইরে । সে শব্দ ছেঁকে শব্দ মানিক জড় করে । যা থেকে যায় এই সংসারে অনন্ত সময় ।



কবিতার জন্য যে মানুষ সেই বোঝে প্রিয়তা। সে বোঝে তীব্র ভালোবাসা । অনাবিল আনন্দ । দুঃসহ দুঃখ । বাকি সব ছলনা করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...