শুক্রবার, ৮ জুলাই, ২০২২

শব্দব্রাউজ ৫২৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-525, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫২৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-525, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৫২৫ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৬।৭। ২২। সকাল সাতটা চল্লিশ মিনিট ।



শব্দসূত্র: নীল পাখি মিল খোঁজে


নীলের সঙ্গে কোন রং মানাবে তার মিল খোঁজা নিয়ে ভাবনায় সারা সকাল । তাই যাবতীয় নিত্যি কর্ম ছারখার । নীলের সঙ্গে প্রিয় সবুজের ছোঁয়া কিংবা কমবেশি রং মিলিয়ে মিশিয়ে পৃথিবীর ক্যানভাসে রং লাগিয়ে শিল্প প্রদর্শনী করে দর্শকের জন্য বসে থাকি ।


নীলকন্ঠ পাখির ওড়াউড়ির সঙ্গে কালো মেঘের ব্যাকগ্রাউন্ড ঈশ্বরীয় । আমি কি প্রকৃতির মতো শিল্পী হতে পারবো? 


যতক্ষণ মিল ততক্ষণ হৃদয় রম্য । ছেঁড়া কাঁথা কষ্টও আরামদায়ক হয়ে ওঠে ।


খুঁজি এইসব । শব্দে। বিন্যাসে। রং তুলি কোথা? হাতে তো কলম । আর বোধে আঁকিবুকি ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...