শব্দব্রাউজ ৫১৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-514, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫১৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫। ৬। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: তুই আমায় ছুঁয়ে যা
তুই ছুঁয়ে দিলেই নাচে প্রেম
সব বাস্তব ওলটপালট ।
আবেগ আমায় খায়
আনে মোহ ।
ছুঁতেই পারি তোর রক্তমাংস
তোর জনন, ইন্দ্রিয় ।
যা বললেই কি তখন যাবো ?
আমার যে সর্বনাশ হয়ে গেছে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন