রবিবার, ২৬ জুন, ২০২২

শব্দব্রাউজ ৫১৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-513, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫১৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-513, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৫১৩ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৪। ৬। ২০২২। সকাল আটটা ।

শব্দসূত্র : খুলে যাবে এই দ্বার

খুলে দাও বন্ধন ডোর । ভেসে বেড়াই উড়ে বেড়াই । নিষ্পাপ মন আমার সঙ্গে থাক । আমি হাসি শুধু হাসি ।

সেই অট্টহাসি ছড়িয়ে যাক দিক দিগন্তরে ।

যাবে যাক লভ্যাংশ । হিসেবের যন্ত্রণা থেকে তখন মুক্তি । তখন শব্দসন্ধান আরো সুচারু ।

এই জীবন উজ্জ্বল এক ঝাঁক পায়রা হতে চায় । হা হা ।

দুয়ার খুলে রাখো । আমি যাবো । থাকবো । আজীবন । চোখে চোখ রাখবো । ভাসবো । গাইবো ' প্রেমের জোয়ারে ভাসালে দোঁহারে '।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...