শব্দব্রাউজ ৫১২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-512, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫১২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৩। ৬। ২০২২। সকাল ছ টা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: সারাদিন তোমায় ভেবে
১।
সারাদিন ধরে এক ধারা এক রুটিন ক্রমশ অভ্যাসে সারাদিন ধরে পৃথিবীর যাবতীয় চিন্তা আমার ভাবনায়।সারাদিন ধরে নির্ভুল শব্দের সন্ধানে ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত
২।
তোমায় সমুদ্র দেব বলে সমুদ্রের কাছে ছুটে যাই
তোমায় ভালোবাসা দেব বলে দিগন্ত রঙিন করে তুলি
তোমায় স্বপ্ন দেব বলে তোমার চোখ মধুময় ।
৩।
ভেবে দেখি মানুষের কাছে কতদিন দাঁড়াতে পারি
ভেবে দেখি এই ছোট্ট জীবন ঠিক কতখানি আমার
ভেবে দেখি স্মৃতি বিজড়িত দিন কতখানি আমায় ছোঁয়।
অসাধারণ ও গভীর।
উত্তরমুছুন