শব্দব্রাউজ ৫১০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-510, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫১০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২১। ৬। ২০২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট
শব্দসূত্র: আপনা হাত জগন্নাথ
আপনা জীবন ছুটে মরে সুখের জন্যে । সুখের জন্য ছুঁয়ে থাকি প্রেম । প্রেম থেকে অর্গাজম । মুগ্ধ নয়ন মেলে দিয়ে নারীর চোখে চোখ রেখে সুখ খুঁজি ।
হাত কি ভীষণ দামী! বড় অলৌকিক! সব বাস্তব হাতে এলে অভিজ্ঞতা তৈরি হয় ।নিখুঁত জীবন গড়ে তুলতে সাহায্য করে ।
জগন্নাথের হয়তো হাত নেই , কিন্তু আমরা তাঁর অদৃশ্য হাত দিয়ে আশীর্বাদ চাই । হাজারো মানুষ তার সামনে ভীড় জমাই । কি আশ্চর্য!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন