বুধবার, ২২ জুন, ২০২২

শব্দব্রাউজ ৫০৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-509, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫০৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-509, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৫০৯ ।। নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২০। ৬। ২০২২। সকাল ৭টা ৫০মিনিট ।



শব্দসূত্র: কেউ দিলো না রা



১। কেউ উচিত কথা বলতে গিয়ে গলা নিচু করে বলে । নির্ভয়ে অসংখ্য গালিগালাজ ছুঁড়ে দিতে পারে না । কেউ খুশি মতো গানের ভেতর শ্লীল অশ্লীল খোঁজে। কাব্য গঙ্গাজলে ধুয়ে পড়ে ।



২। সকাল দিলো শুধু হিসেবের ইঙ্গিত । এভাবে নিত্য জীবনের স্বাদ । তন্ময়তা কোথায়? হা হা ....



৩। না, এই জীবন এভাবেই যেতে হবে । না হলে তুমি আস্তাকুড়ে । নায্য স্বীকৃতি উধাও ।



৪। রা কাড়লে দন্ড । ফেসবুক বড় সতর্ক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...