শব্দব্রাউজ ৫০৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-508, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫০৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৯। ৬। ২০২২। সকাল ৯টা ২০ মিনিট ।
শব্দসূত্র: বাঁধন ছিঁড়ে উড়ে যা
বাঁধন হরেক প্রকারের । কোনোটা কষ্টের কোনোটা সুখের । কোনটা বাস্তব কোনোটা অলীক । উন্মন মনের ছন্দ স্বচ্ছন্দ হতে চায় যে বাঁধনে , তাকে স্বপ্নে দেখা পেতে হয় । সে বাঁধন ছিঁড়ে জেগে উঠতে ইচ্ছেই করে না ।
বাস্তবের শেকল অনেক মেহনতে ছিঁড়ি । প্রেম বাঁধন ছিঁড়তে গেলে বুকে বাজে । চোখ ভরা জল কোথা থেকে গড়িয়ে পড়ে মাটিতে ।
মন উড়তে চায় । তবু সে ফিরে আসে এই খাঁচায় । এখানেই জিত সত্তার । হা হা ।
যা বললেই যাওয়া যায় না । তার জন্যে ইচ্ছে লাগে । সে ইচ্ছে নিয়ে কত দূরদূরান্তরে ছুটে যাওয়া .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন