শব্দব্রাউজ ৫০৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-505, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫০৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৬। ৬। ২০২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: ছিলাম আছি থাকবো
অতীতে ছিলাম বর্তমানে আছি আর ভবিষ্যতেও থাকবো এ বিশ্বাসে শব্দ উঠে আসে অভ্যন্তরে । নিরবে বিদ্যুৎ বয় রক্তে ।
আছি পরিশ্রমে, সত্যে । আছি জীবন পাত্র পরিপূর্ণ করতে । নিশিদিন এভাবে ।
থাকবো চিরতরে । এ মন্ত্র আমায় টানে । শব্দ বয় তাকে বাছাই করে কাগজে কলমে টেনে আনি । থাকবো হে থাকবো । এ আত্মবিশ্বাস অতি আত্মবিশ্বাস নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন