শব্দব্রাউজ ৫০০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-500, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫০০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১১। ৬। ২০২২। সময় সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: পাঁচশো স্বীকারোক্তি সৃজন
মামুলি জীবনের ভেতর থেকে টেনে বের করে আনা পাঁচশো স্বীকারোক্তি মন্দ ব্যাপার নয় । আহা শব্দ! তোমায় কুর্ণিশ । আহা বিন্যাস! তোমায় প্রণাম । জাগতিক সময় তুমি আমায় বাঁচিয়ে রাখো ।
স্বীকারোক্তির ভেতর ছলনা থাকতে নেই । পাঁচশো সত্যির ভেতর দিয়ে নিজেকে খুঁজতে খুঁজতে শুদ্ধ হই ।
সৃজন আকর্ষণ করে । তাই এত আয়োজন । আরো সৃজনে ব্যস্ত হয়ে পড়ি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন