শব্দব্রাউজ ৪৯৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-497, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৯৭ ।। নীলাঞ্জন কুমার
ছাটগুড়িয়াহাটি । কোচবিহার শহর । ৮। ৬। ২০২২। সময় সকাল আটটা দশ মিনিট ।
শব্দসূত্র: নাহয় প্রেম পেলাম
নাহয় একটু জুড়িয়ে নিলাম
ছোট্ট জীবন
নাহয় একটু হলই না হয়
স্বপ্ন চারণ।
প্রেমিক প্রেমিক মনকে নিয়ে
অনির্বচণ
প্রেমিক হয়ে পাগল হয়ে
করি বিচরণ ।
নাহয় পেলাম স্বপ্ন বিলাস
বোকার মতন
না হয় হল তোমায় নিয়ে
মুগ্ধ যাপন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন