শব্দব্রাউজ ৪৯৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-493, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৯৩ ।। নীলাঞ্জন কুমার
ছাটগুড়িয়াহাটি, কোচবিহার শহর । ৩। ৬ । ২২। সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট ।
শব্দসূত্র: খুঁজে মরি সার্থকতা
খুঁজে যাওয়ার জন্য যে ইচ্ছে, তাকে পোষ মানাই খাইয়ে দাইয়ে । ইচ্ছেকে আরো গভীরে নিয়ে যেতে যে ভালোবাসা, আমি জানি ইচ্ছে ভালোবাসতে বাধ্য ।
মরি প্রকৃত শব্দচয়নের আকুতিতে ।মরি চমকহীনতার বিরুদ্ধে । মরি কবিতার প্রকৃত স্বাদে । আমার তখন কবিতার জন্য বাঁচার অমরত্বের ইচ্ছে চেপে বসে ।
সার্থকতা মনে হলেই সার্থকতা । না হলে পরিশ্রম আর পরিশ্রম । জানি অভ্যেস পরিশ্রমে । জানি অভ্যেস সৃজনে। হাজারো কবিতার স্বাদ গন্ধ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যেমন বাঁচাবাঁচি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন