শব্দব্রাউজ ৪৯২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-492, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৯২ ।। নীলাঞ্জন কুমার
ছাটগুড়িয়াহাটি, কোচবিহার শহর । ২। ৬। ২২। সকাল সাড়ে সাতটায় ।
শব্দসূত্র: আনন্দ শান্তির দিন আজ
আনন্দ আমায় ঘিরে ধরে । ক্ষণিকের জন্য । দুঃখ আজ শীতের সাপ হয়ে অঘোরে ঘুমোয় ।
আনন্দের সাথে শান্তির বড় যোগ । তবে বিয়োগের জন্য বড় ভয় ।
দিন আজ উজ্জ্বল। হৃদয়ের দুঃখকে চুপ করিয়ে দেয় ।
আজ হাহা অট্টহাসির প্রহর নিয়ে বাঁচি । আজ সব শব্দের ভেতর আনন্দ উঁকি দেয় ।
অসাধারন
উত্তরমুছুন