শনিবার, ৪ জুন, ২০২২

শব্দব্রাউজ ৪৯১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-491, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৯১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-491, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৪৯১ ।। নীলাঞ্জন কুমার

ছাট গুড়িয়াহাটি। কোচবিহার শহর । ১।৬।২২। সকাল দশটা ।



শব্দসূত্র: সরলরেখার শেষ নিশানা



সরলরেখার ভেতরে যত সরলতা সব মিশে থাকে । জীবন্ত দিনাবলি ছুঁয়ে ছুঁয়ে সরলরেখা এগোয় । আমি তাকে দেখে এগোনোর ইচ্ছের স্বপ্ন দেখি । সরলরেখা মানেই প্রগতির সামনে দাঁড়ানো । যা আমাকে নিঃস্ব থেকে সম্পন্ন মানুষ গড়ে তোলে ।



সরলরেখাকে যেমন শেষ সীমানায় নিয়ে যাওয়া যায় না তেমনি স্বপ্নকেও । লেপটে থাকা জীবন চক্র এই নিয়ে চলে । খেলা করে আমার সঙ্গে ।



নিশানাকে ছুঁড়ে মারলে নেশা ধরে পরের বারে নিশানায় পৌঁছোতে । এভাবে হাজারো নিশানা তৃপ্তি দেয় না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...