শব্দব্রাউজ ৪৮৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-489, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৮৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩০। ৫। ২০২২।সকাল ৭টা ৫০ মিনিট ।
শব্দসূত্র: পায়ে চলার পথের পথিক
১। পায়ে পায়ে এগোই
অলক্ষ্যে
দেখি যাতে শব্দ না হয় ।
২। চলাচলের ভেতর জীবন খুঁজি
ছোটাছুটি
সয় না।
৩। পথ সামনের দিকে
যেতে বলে
অসীমের সন্ধানে ।
৪। পথিক জানে তার প্রাপ্য
কাঁটার পথ
তবু এগোয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন