শব্দব্রাউজ ৫০১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-501, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫০১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ।১২। ৬। ২০২২। সময় সকাল ন ' টা ।
শব্দসূত্র: ছোট ছোট কথার ভেতরে
ছোট কথার ভেতর
হরেক শব্দ উঠে আসে
অদৃশ্য থেকে ।
ছোট শব্দকণা
জুড়ে জুড়ে যে কথা
অবলীলায় বলে চলি !
কথার ভেতর থেকে
কথা উপচে ওঠে
অজান্তে ।
ভেতরের অলৌকিক উপলব্ধি
কেমন করে গ্রাস করে সকলকে ,
কেউ ভাবে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন