শব্দব্রাউজ ৪৯৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-498, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৯৮।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৯। ২। ২২। সকাল সাড়ে এগারোটা।
শব্দসূত্র: তোমার চোখেই সর্বনাশ
১। নাও সর্বসান্ত করো তোমার চোখের মায়ায় ।
দাও দুচোখ জুড়ে দেখতে, শুধুই দেখতে ।
২। দৃষ্টিকোণে তুমি । মন ও শরীরে তুমি ।
চকিতে বেহিসেবি অর্গাজম । ডাকে তোমাকে ।
৩। সর্বনাশের সঙ্গে মৈত্রী করি তোমার জন্য ।
শত আলিঙ্গনে জুড়িয়ে দাও নীরবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন