বুধবার, ১ জুন, ২০২২

চ্যাটি(চ্যাটমোড) লিখন রীতিতে লেখা কবিতা ।। রস ।। সৌমিত্র রায়

চ্যাটি(চ্যাটমোড) লিখন রীতিতে লেখা কবিতা (১)

রস

সৌমিত্র রায়




হাসছে। তূলসীপাতা। মঞ্চের চূড়ায়।

মনন। তোমার। পরিপূর্ণ হোক-

শ্রদ্ধায়। ভক্তির রসে।


ওগো রস। ভক্তির রস। তুমিও কি মেতেছো

শক্তি সঞ্চারে? আমার মনোময় কোষ...

মুগ্ধ। 


ধুয়েছি হাত। ছুঁয়েছি পাতা। তুলেছি।

চিবোতে চিবোতে। রস...

মিলে যাচ্ছে। মিশে যাচ্ছে । ভক্তির রসে।


রস। মেতেছে। রসে।

ধ্বনি। এসো ঊর্ধ্ববাহু হই।


।। আনন্দ ।।   ১-০৬-২০২২ সকাল ৭:৫৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...