শব্দব্রাউজ ৪৮৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-485, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৮৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । সকাল ৮টা ৪৫ মিনিট ।
শব্দসূত্র: স্নেহছায়া জড়িয়ে থাকি
অনবরত স্নেহছায়া চাই মানুষের কাছে প্রকৃতির কাছে প্রতিটি জীবনের কাছে । স্নেহছায়া পেলে আলাদা শক্তি কে যেন দিয়ে যায় । অনবরত দিগন্তের দিকে মুখ করে দেখি তার বিস্তৃতি, স্নেহছায়া আমার পাশে পাশে থাকে ।
জড়াই সুন্দর ।জড়াই সৃজন । জড়াই গোধূলি রঙের প্রিয় দিন । স্নেহছায়া আমার পাশে পাশে থাকে ।
আমি না হয় থাকি আমারই মতো । আমার মতো গতিশীল । যে আমায় বারণ করবে? কে করবে গতিরোধ?
শব্দসূত্র: স্নেহছায়া জড়িয়ে থাকি
অনবরত স্নেহছায়া চাই মানুষের কাছে প্রকৃতির কাছে প্রতিটি জীবনের কাছে । স্নেহছায়া পেলে আলাদা শক্তি কে যেন দিয়ে যায় । অনবরত দিগন্তের দিকে মুখ করে দেখি তার বিস্তৃতি, স্নেহছায়া আমার পাশে পাশে থাকে ।
জড়াই সুন্দর ।জড়াই সৃজন । জড়াই গোধূলি রঙের প্রিয় দিন । স্নেহছায়া আমার পাশে পাশে থাকে ।
আমি না হয় থাকি আমারই মতো । আমার মতো গতিশীল । যে আমায় বারণ করবে? কে করবে গতিরোধ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন