বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

শব্দব্রাউজ ৪৮২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-482, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৮২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-482, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ৪৮২ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৩। ৫। ২০২২। সময় সকাল সাতটা দশ মিনিট ।


শব্দসূত্র:  এসো আমরা অচেনা হয়ে যাই


এসো আমরা আমাদের মতো
অচেনা থাকি ।
এসো আবার নতুন করে পরিচয় করি ।


এসো আমরা আবার নিজেদের জানি
বুঝি শরীর মন।
এসো একে অপরকে আবার ভালোবাসি ।


এসো আমরা সেজে উঠি আগের মতো
হয়ে যাই প্রথম প্রেমিক ।
এসো আমরা প্রথম ছুঁয়ে শিহরণ মাখি ।


এসো আমরা প্রকৃত যৌনতার স্বাদ নিই
হয়ে উঠি তৃষ্ণার্ত।
মিষ্টি যন্ত্রণার ভেতর নিজেকে ডোবাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...