সোমবার, ২৩ মে, ২০২২

শব্দব্রাউজ ৪৭৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-479, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৭৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-479, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ৪৭৯ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২০। ৫। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ।


শব্দসূত্র:  রুক্ষ এ দিন শেষ হবে


রুক্ষ সময় মানে এক বিশেষ অভিজ্ঞতা । কাঁটার সময় যত বিঁধবে তত জড়িয়ে ধরবে প্রেম অন্যভাবে । জানি অভিজ্ঞতার কোন শেষ নেই । নিষ্পন্দ হওয়ার আগে পর্যন্ত সমস্ত হিসেব আমার পক্ষে ।

এদিন শুধু নয় প্রতিদিন নিজেকে গড়ে তুলি । উন্মাদনা আমায় বাঁচায় । হা হা হেসে আয়ু বাড়াই ।

শেষ কিছু নেই বলে মৃত্যুর পরেও মানুষের স্মৃতি থেকে যায় । তখন প্রকৃত করুণাধারা ।

হবে সব। নিজস্বভাবে ।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...