শব্দব্রাউজ ৪৭৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-476, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৭৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৭। ৫। ২০২২। সকাল ৭টা ৪৫ মিনিট ।
শব্দসূত্র: মিথ্যে মিথ্যে সম্মান
মিথ্যে ঠিক ধরা পড়ে যায় । যে যতই ঘোলা জলে মাছ ধরার খেলা চালায় । মন ভরতি চালাকি নিয়ে যারা, তারা দুয়ে দুয়ে চার করলেই আপনাথেকেই মনের ভেতর নাড়া দেয় । হা হা এই তো প্রহসন । হা হা এই তো হাসির উপকরণ ।
মিথ্যের ভেতর হাজারো অন্যয় চলচ্চিত্রের মত চোখের সামনে । বাকি সবাই বোকা হাবা বুঝতে বুঝতে নিজেই কেমন বোকা হয়ে যায় জনমনে ! পরিণতি বড় কঠোর হে!
সম্মান যে সে কথা নয় । ভেতর থেকে বেরিয়ে আসে । প্রকৃত শুভেচ্ছা ক'জন পায়? প্রকৃত পুরস্কার ক'জন হাতে তুলে দেয়
শব্দসূত্র: মিথ্যে মিথ্যে সম্মান
মিথ্যে ঠিক ধরা পড়ে যায় । যে যতই ঘোলা জলে মাছ ধরার খেলা চালায় । মন ভরতি চালাকি নিয়ে যারা, তারা দুয়ে দুয়ে চার করলেই আপনাথেকেই মনের ভেতর নাড়া দেয় । হা হা এই তো প্রহসন । হা হা এই তো হাসির উপকরণ ।
মিথ্যের ভেতর হাজারো অন্যয় চলচ্চিত্রের মত চোখের সামনে । বাকি সবাই বোকা হাবা বুঝতে বুঝতে নিজেই কেমন বোকা হয়ে যায় জনমনে ! পরিণতি বড় কঠোর হে!
সম্মান যে সে কথা নয় । ভেতর থেকে বেরিয়ে আসে । প্রকৃত শুভেচ্ছা ক'জন পায়? প্রকৃত পুরস্কার ক'জন হাতে তুলে দেয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন