শব্দব্রাউজ ৪৭৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-474, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৭৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৫। ৫। ২২। সময় সকাল নয়টা ।
শব্দসূত্র: আছি সমবেত আড্ডায়
আছি নিত্যিদিন নিজেকে নিয়ে । আছি কিছুক্ষণ অন্যের সঙ্গে । আছি নিজস্ব জগতে নিঃশব্দে নির্বিবাদে । আছি হঠাৎ উচ্ছ্বাসে, বাকি সময় বাস্তবে।
সমবেত থাকা কখনো সখনো ঘটে । সময় শৃঙ্খল ঝনঝন করে বলে যায়, নাও ওঠো হে, হরেক কাজ বসে আছে । সমবেত সবাই বুঝতে পারে না । তারা নিজেদের মধ্যে হাসে বিশৃঙ্খলা সঙ্গী করে ।
আড্ডার বাড়তি অক্সিজেন নিয়ে বাড়ি আসি । আড্ডায় হরেক স্বাদ জাগে। তারপর কাজে হারাই ....
শব্দসূত্র: আছি সমবেত আড্ডায়
আছি নিত্যিদিন নিজেকে নিয়ে । আছি কিছুক্ষণ অন্যের সঙ্গে । আছি নিজস্ব জগতে নিঃশব্দে নির্বিবাদে । আছি হঠাৎ উচ্ছ্বাসে, বাকি সময় বাস্তবে।
সমবেত থাকা কখনো সখনো ঘটে । সময় শৃঙ্খল ঝনঝন করে বলে যায়, নাও ওঠো হে, হরেক কাজ বসে আছে । সমবেত সবাই বুঝতে পারে না । তারা নিজেদের মধ্যে হাসে বিশৃঙ্খলা সঙ্গী করে ।
আড্ডার বাড়তি অক্সিজেন নিয়ে বাড়ি আসি । আড্ডায় হরেক স্বাদ জাগে। তারপর কাজে হারাই ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন