রবিবার, ১ মে, ২০২২

শব্দব্রাউজ ৪৫৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-458, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৫৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-458, Nilanjan Kumar






শব্দব্রাউজ ৪৫৮ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৯। ৪। ২২। সময় সকাল সাড়ে  সাতটা ।


শব্দসূত্র:  পাখি উড়ে আয়


পাখি বোধ নিজস্বতা নিয়ে থাকে । তার থেকে পেয়ে যায় অহৈতুকী বিষয় । সবার কি হেতু থাকে?  হিসেবের বাইরে পা ফেলে হাঁটতে যখন আনন্দ তখন কি সমস্ত বিষয় আশয় মাথায় থাকে ? পাখি বোধ তাই আমায় বাঁচায় । সময় বুক ভর্তি বাতাস দেয়। হতাশা সরে যায়।


উড়ে আসা পাখি ভালোবাসা নিয়ে আসে । সে জানে ভালো খারাপের মানে ।  অহরহ।


আয় প্রেম । আয় পাখি । আয় ভালোবাসা। আয় হতাশাহীন জীবন । আয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...