নীলিমা সাহা-র আটপৌরে ৯৯৭-৯৯৯,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 997-999,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৯৭-৯৯৯
৯৯৭)
উক্ত হয়েও উহ্য
বিস্ময়ময়
স্তব্ধ এক শৈল্পিক অনুভব
৯৯৮)
নীরব আলোর আঘ্রাণ
অনাঘ্রাত
পৃথিবীকে ডাকে নতুন ভোর
৯৯৯)
গোলাপ > কাঁটা > সৌগন্ধ
স্নিগ্ধপেলব
সংজ্ঞায় যায় না দেখা
১০০০)
অদেখা সন্ধিক্ষণে দাঁড়িয়ে
পৃথিবীর
এভাবেই নির্মাণ ও ধ্বংসের খেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন