নীলিমা সাহা-র আটপৌরে ৯৯৪-৯৯৬,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 994-996,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৯৪-৯৯৬
৯৯৪)
জলজ হে বৃক্ষনাথ
আদিতমপ্রাণ
তোমাতেই পৃথিবীর চির ভবিষ্যৎ
৯৯৫)
আকাশে ছড়ানো তোমার
শপথ
তবু প্রত্যয়হীন বিফল স্বপ্ন
৯৯৬)
মহীরূহময় অরণ্য সম্রাজ্ঞী
নিত্যকলস্বন
অথচ কোতলেকোতলে নিঃস্ব মৃত্যুপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন