নীলিমা সাহা-র আটপৌরে ৯৮৮-৯৯০,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 988-990,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৮৮-৯৯০
৯৮৮)
ধাবমান বায়ু থেকে
ছিটকেআসাশব্দই
বিস্ফোরণ,সৃষ্টির ও ধ্বংসের
৯৮৯)
স্রোতের কাছেই নতজানু
অস্তিত্ব
অনাত্মীয় ঢেউস্পর্শে উদাসী নোঙর
৯৯০)
জীবনেরঘর থেকে মরণেরঘর
নিরালায়
নুইয়ে থাকে গার্হস্থ্য আকাঙ্ক্ষা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন