নীলিমা সাহা-র আটপৌরে ৯৮২-৯৮৪,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 982-984,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৮২-৯৮৪
৯৮২)
জীবনের জটিল অঙ্ক
হিসেবে
দিতে হিমশিম সংসারের হংসরাজ
৯৮৩)
তাপ প্রবাহের ঢল
দুঃস্বপ্ন
ভেসে ওঠে চেনা দেয়ালে
৯৮৪)
অনল > দাবানল > শোকানল
বিশেষ্য-বিশেষণে
খুঁজতে থাকে ক্রিয়াপদের আঙিনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন