নীলিমা সাহা-র আটপৌরে ৯৮০-৯৮২,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 980-982,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৮০-৯৮২
৯৭৯)
শব্দই যে ব্রহ্মাস্ত্র
নামে
সে হৃদয়ের রাত ছিঁড়ে
৯৮০)
দিগন্তফুঁড়ে চলমান তার
উৎস
খুঁজতেই শ্রুতিমূর্খ পৌঁছাই বটবৃক্ষতলে
৯৮১)
বৃক্ষপাতায় বিকেলের রোদ
দগদগেহলুদ
ব্যথারফোঁকরেও দেখি ওর ব্রহ্মউল্লাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন