নীলিমা সাহা-র আটপৌরে ৯৬৫-৯৬৭,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 965-967,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৬৫-৯৬৭
৯৬৫)
পথবৈচিত্র > জীবনবৈচিত্র ! মানচিত্রে
নিরাময়-সন্ধান
ক্লান্ত ক্রিয়াপদ হাঁটতেই থাকে
৯৬৬)
জীবনের অধিকার ওই
ভালোবাসার
ভাগ বসাতে আসে লেভেলক্রসিং
৯৬৭)
যত ঢেউ ততভয়
বালিঘড়ি-জ্ঞানে
নিজের কাছেই ফিরতে হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন