নীলিমা সাহা-র আটপৌরে ৯৫৯-৯৬১,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 959-961,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৫৯-৯৬১
৯৫৯)
সকাল খুলে দেখি
মেঘেরপরমেঘ
গুমোর ভেঙে হঠাৎবৃষ্টির আকাশ
৯৬০)
বরিষধরামাঝে শান্তির বারি
মধ্যবিত্ত মন
ফিরে পেল পঁচিশে বৈশাখ
৯৬১)
হে বৈশাখী পুরুষ
বৃষ্টি-ভেজা-মন-ছুঁয়ে
সুখ-দুঃখ-বিহ্বলে দাঁড়িয়ে আছো বাঁচার-রূপকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন