নীলিমা সাহা-র আটপৌরে ৯৫০-৯৫২,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 950-952,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৫০-৯৫২
৯৫১)
সভ্যতার বুকে এখন
অনন্তরাত্রি
স্তূপীকৃত হিংসা ঝলসায় নগর-নাগরিক
৯৫২)
একেই বলে ক্ষমতার
মধ্যযাম
তিলোত্তমা সভ্যতার সহসা সমাধি
৯৫৩)
ঘুমের দরজার একপারে
ধোঁয়াশাকাঁচ
ওপারে নিঃশব্দ যন্ত্রণার খোদাইচিত্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন