দুটি কবিতা
নন্দিতা সেন বন্দোপাধ্যায়
১. আমার তরবারি নেই |
দণ্ড ও নেই |
শূন্য হাত ভরে গেছে
আগাছা, জঙ্গলে |
২. রাত্রি আঁধার হলে,
শুন শান পথে নেমে আসি |
সেখানে এখন কোনো
নিরর্থক কোলাহল নেই |
দেখি, চুপচাপ,
পোকারা নিঃশব্দে হাঁ টে,
খুঁটে খায় মৃত ঘাস,
ফুলের পাপড়ির অন্তস্থল |
কোথাও কোথাও
আজও অদৃশ্য প্রানেরা
জেগে ওঠে |
পৃথিবী আত্মস্থ থাকে,
নির্বাক আবে শে |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন