গড়পরতা গোধূলিবেলা- ২
উমাপদ কর
তরঙ্গময়। অঙ্গ। প্রতিটি। প্রতিটির প্রতিটি। কত ফ্রিকোয়েন্সি! কত রকমের কাঁপন। ডুবে থাকা শরীর স্পর্শ পায়। কোথাও তুমুল লাগে। কোথাও তলানি। কোনো এক অজানা তরঙ্গস্পর্শ বাকি থেকে যায়
এত শূন্য পেরিয়ে আলো এসে পড়ে কাঁসার থালায়। কত শূন্যসরোবর থেকে অন্ধকার এসে পড়ে চোখের চাদরে। আলোপিপাসা অন্ধকারে জলপান। গলার শুকনো থেকে তরঙ্গ অভিসারে। কথাহীন আমার শরীরে প্রাণ আছে কি নেই দেখতে চায় স্টেথোস্কোপ। সব তরঙ্গখেল ধরা পড়ে; শুধু জানে না, কেন এই কাঠপিপাসা! প্রেসক্রিপশন শূন্য
পুকুরঘাটে তরঙ্গ আসে, মাছ আসে। ঢাকনাখোলা ডোবা হাঁড়ি থেকে ভাত খেয়ে যায়। তরঙ্গ ফেরে, মাছ ফেরে কেন্দ্রে। হাতের ঢিল সেই কেন্দ্রে তরঙ্গ তোলে। কেন্দ্র ভাঙে, অঙ্গ ভাঙে। প্রতিটির প্রতিটি ভাঙে। তারও প্রতিটি। যেন ভাঙতে ভাঙতে অসীম তরঙ্গের একটা ঝাঁকি লেগে থাকে অতল ডুবে থাকায়
০২-১২-২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন